আইআইইউসি শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় নতুন দিগন্ত

| বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৫:১৪ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে আইআইইউসিসহ বাংলাদেশের সরকারি ও বেসরকারি ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হয়েছে নতুন সম্ভাবনার দ্বার। এখন থেকে এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার যেকোনো বিশ্ববিদ্যালয়ে সহজে ভর্তি হতে পারবে। অধিকাংশ ক্ষেত্রে আইইএলটিএস ছাড়াই শুধুমাত্র মিডিয়াম অব ইনস্ট্রাকশন (এমওআই) সনদ থাকলেই এই সুযোগ পাওয়া যাবে। অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা সংক্রান্ত অ্যাসেসমেন্ট গাইডলাইনসের সেকশন ওয়ানের আওতায় এই সুযোগ তৈরি হয়েছে। এর ফলে আইআইইউসিসহ বাংলাদেশের উল্লেখিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগের তুলনায় অনেক সহজ প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পাবে।

এই তালিকায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ছাড়াও উল্লেখযোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ইত্যাদি। উল্লেখযোগ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাবি, চবি, রাবি এবং শাহজালাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অন্যতম। আইআইইউসি এই সেকশন ওয়ান তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা এখন থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই শুধু এমওআই প্রদর্শনের মাধ্যমে ভর্তি হতে পারবে। পাশাপাশি অস্ট্রেলিয়ার ভিসা নীতিমালাতেও তারা বিশেষ শিথিলতা ও সুবিধা পাবে। উল্লেখ্য, চট্টগ্রামের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এই সুবিধার আওতায় এসেছে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারকে আর্থিক সহায়তা