গড়দুয়ারায় খালে স্লুইচ গেট নির্মাণের জটিলতা কাটল

তিন পক্ষকে নিয়ে উপজেলা প্রশাসনের সমঝোতা বৈঠক

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৫:১৩ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা প্রশাসনের সমঝোতা বৈঠকে গতকাল মঙ্গলবার লক্ষাধিক মানুষের দীর্ঘ দুর্ভোগের সমস্যার সমাধান হয়েছে। গড়দুয়ারা চেংখালী খালের নির্মাণাধীন স্লুইচ গেট নির্মাণ কাজে জটিলতার কারণে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় নিত্যদিন হালদা নদীর জোয়ারের পানিতে পুরো এলাকা তলিয়ে যেত। ফলে রাস্তাঘাট, বাড়িঘর ও উঠানে পানি উঠে জনদুর্ভোগ চরম আকার ধারণ করত। গণমাধ্যমে এ সংক্রান্ত অনেক সংবাদ প্রকাশিত হয়। সংবাদে এলাকাবাসীর দুর্ভোগের বিষয় অবহিত হয়ে জনদুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করে। সেই উদ্যোগের অংশ হিসাবে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন পানি উন্নয়ন বোর্ড, স্লুইচ গেট নির্মাণে ক্ষতিগ্রস্ত জমির মালিক পক্ষ এবং মেখল গড়দুয়ারার সচেতন নাগরিকদের নিয়ে ইউএনওর দপ্তরে সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি উপবিভাগীয় প্রকৌশলী মো. শাহীন বাদশা, সহকারী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপসহকারী প্রকৌশলী এলটন চাকমা, সার্ভেয়ার মোহাম্মদ জয়নাল ও সুচিত্র চাকমা উপস্থিত ছিলেন।

মামলার বাদী তথা ক্ষতিগ্রস্ত জমির মালিক পক্ষের প্রতিনিধি মোহাম্মদ রাশেদ ও মোহাম্মদ রফিক, মেখল ও গড়দুয়ারা সচেতন নাগরিক পরিষদের নেতৃবৃন্দের মধ্যে মেখল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জাকারিয়া নোমান ফয়জি, সাংবাদিক খোরশেদ আলম শিমুল, রাজনীতিবিদ জি এম সাইফুল ইসলাম, শফিক আহমদ ভুট্টু, মেখল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাশেদ, গড়দুয়ারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল্লাহ টিপু, মোহাম্মদ জসিম, একে খান, শহীদ বাবর, আলমগীর সওদাগর এবং ঠিকাদারের প্রতিনিধি হাবিবুর রহমান ও মোহাম্মদ মনসুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। উক্ত জায়গায় পরিদর্শন করে উদ্ভূত সমস্যা সমাধানের মাধ্যমে গতকাল মঙ্গলবার স্লুইচ গেটের অসমাপ্ত কাজ শুরু করার ব্যবস্থা করা হয়। এতে করে এলাকার লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের চরম দুর্ভোগের সমস্যার সমাধান হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন উল্লেখ করেন। তিনি এ জন্য সংশ্লিষ্ট সকলের কাছে বিশেষ করে জমির মালিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধবদরখালী পুলিশ ফাঁড়ি পুনরায় স্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
পরবর্তী নিবন্ধ‘শাপলা মার্কা দিতে হবে’