বোয়ালখালীতে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি  | বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৫:১৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে হোসনে আরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে নিজ বাড়ি উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম চরণদ্বীপ আশরাফ মিয়া ফকির বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী ওই বাড়ির মৃত নুরুল ইসলামের স্ত্রী। তার দুই ছেলে রয়েছে। স্থানীয়রা বলেন, হোসনে আরা বেগম দুই ছেলের পরিবারের সাথে থাকতেন। তারা পালা ভাগ করে বৃদ্ধাকে খাবার দেন। তার এক ছেলে প্রবাসে রয়েছে। বৃদ্ধার ছেলের মো. ইসমাইল বলেন, পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ঘরে মা আর বড় ভাবী ছিলেন। সকালে ভাবীর কাছ থেকে এ ঘটনা জানতে পেরেছি। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘শাপলা মার্কা দিতে হবে’
পরবর্তী নিবন্ধআইআইইউসি শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ