দুবাইয়ে ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগর দারুল উলুম মাদ্রাসার প্রবাসী সহায়তা পরিষদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুবাইয়ের একটি রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় ও আলোচনা সভা শেষে মাদ্রাসার প্রবাসী সহায়তা পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জুমারা উম্মে ছুকিম মসজিদের পেশ ইমাম হাফেজ মো. নুরুল হুদা। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ মহসিন কবির। মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মো. মহিন উদ্দিন, মো. দিদারুল আলম, মো. খোরশেদুল আলম, মোহাম্মদ হোসাইন, মো. জয়নাল আবেদীন, ইমরান চৌধুরী। আলোচনায় অংশ নেন মোহাম্মদ আবুল বশর, মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ আবু তাহের, আহসানুল্লাহ, মো. শফি, মো. এরশাদ, মোহাম্মদ মামুন উদ্দিন, কামাল, ফারুক, মাসুদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, মন্নান, মোহাম্মদ শাহাবুদ্দিন, রফিক কন্ট্রাক্টর, মোহাম্মদ কাশেম, ইলিয়াছ, হামজা, নজরুল, জসিম, পারভেজ, আমানুল্লাহ, আফাজ, এনাম, জামাল, জসিম, মোজাম্মেল, হাসান উদ্দিন, ইমন প্রমুখ। শেষে দেশ, জাতি, প্রবাসী ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।