হিং টিং ছট্‌

আশফাকুর রহমান বিপ্লব | বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৫:১০ পূর্বাহ্ণ

বাতাসের কায়া নেই

তাই অব হেলা

আকাশেতে ছবি আঁকা

মেঘেদের খেলা।

বিজ্ঞান কতো নামে

মেঘেদের ডাকে

শব্দ কি দেখা যায়

গগনের হাঁকে।

বাঁকা কথা সোজা করে

বলাটাই ফুল

তন্ত্র’ টা খালি থাক

মন্র’টাই মূল ।

বেঁচে থাকা মুল কথা

চিন্তা’ টা নট্‌

রবী দা’র বিশ্ব টাই

হিং টিং ছট্‌।

পূর্ববর্তী নিবন্ধরাত্রি
পরবর্তী নিবন্ধবিষ্ময়কর হিমালয় পর্বত