চুয়েট ‘গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ’ বিজয়ী টিম এসরোকে সংবর্ধনা

| বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৫:০৭ পূর্বাহ্ণ

চুয়েটে টিম অ্যান্ড্রোমেডা স্পেস অ্যান্ড রোবোটিকস রিসার্চ অর্গানাইজেশনকে (অঝজজঙ) ‘গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫’এ বিজয়ী হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপাচার্য কার্যালয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের সংবর্ধনা প্রদান করেন ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিজয়ী দল টিম এসরোসদস্যরা হলেন যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী সজীব কুমার কর ও শুভ আহমেদ, সিএসই বিভাগের শিক্ষার্থী আদিল মুবাশশার এবং ইইই বিভাগের শিক্ষার্থী সুদীপ্ত বণিক। উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. .এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ‘টিম এসরো’র চীফ মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী। ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘টিম এসরো’র এই সাফল্য চুয়েটের ইতিহাসে একটি মাইলফলক। এই অর্জন প্রমাণ করে আমাদের শিক্ষার্থীরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের মেধা ও প্রযুক্তিগত দক্ষতায় এগিয়ে যাচ্ছে। আমাদের সকলের সহযোগিতায় চুয়েটকে বিশ্বমানের শিক্ষাগবেষণামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়তে নানা প্রচেষ্টা চালাচ্ছি। আর এ ধরনের সাফল্য আমাদের প্রয়াসকে আরও বেগবান করবে বলে আমি মনে করি।

উল্লেখ্য, স্পেস টিমস অ্যাকাডেমি কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় ১৫টির বেশি দেশের ৪০টির অধিক দলের অংশগ্রহণ ছিল। প্রতিযোগিতাটি এলিমেন্টারি, মিডল স্কুল এবং সিনিয়র/হাই স্কুল এই তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। এতে চুয়েটের টিম এসরো সিনিয়র (হাই স্কুল ও উচ্চতর) ক্যাটাগরিতে বিজয়ী হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার একজনের ৫ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধলায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ জেলা অফিসে চালু হল এলইডি স্ক্রিন