তামাকুমন্ডি লেইন বণিক সমিতির ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন

| বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৪:৫৭ পূর্বাহ্ণ

তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উদ্যোগে দ্বিতীয়বারের মত রাত্রিকালিন ফুটসাল ফুটবল টুর্নামেন্ট গত সোমবার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম পার্কভিউ হসপিটালের চেয়ারম্যান ডা..কে.এম ফজলুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য জামাল আহমদ, আব্দুর রহিম, সমিতির সাবেক সভাপতি আব্দুল খালেক ও মোহাম্মদ আবু তালেব এবং কার্যকরী পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফারুক আজম এম এ, সহসভাপতি মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আলীম, সহসাধারণ সম্পাদক মো. তৌহিদুল আলম তৌহিদ, মোহাম্মদ সেলিম উদ্দিন, শওকত আজিজ, এডভোকেট আবদুল জলিল, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মঈন উদ্দিন, মিনহাজ উদ্দিন, মিনহাজুল আবেদীন, আব্দুস ছফুর নয়ন ও মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের মিডিয়া কমিটির সভা
পরবর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও লিটনকে পাওয়ার সম্ভাবনা কম