যে আত্মীয় আত্মীয়তা
এড়িয়ে চলে
ইচ্ছে থাকা সত্বেও যদি
ঘরে না তোলে ।
যে বন্ধুটি চায়ের আড্ডা
নিত্য ফাঁকি দেয়
অন্যদিকে সবার চেয়ে
বন্ধু–বৎসল সে।
সবার চেয়ে যে মানুষটি
বেশ সামাজিক দেখতে
হঠাৎ করে দেখ যদি
অসামাজিক হতে ।
হাসিখুশি মানুষ যদি
হঠাৎ হয় গম্ভীর
বুক ফুলিয়ে চলা মানুষ
এখন নত শির ।
এতে কোন রহস্য নাই এ
কটি মাত্র কষ্ট
টাকা–পয়সায় টান পড়াতে
সব সম্পর্কই নষ্ট।