সুতরাং এখন তারা ধন–সম্পদ ব্যয় করবে, অতঃপর তা তাদের উপর অনুতাপের কারণ হবে এরপর তাদেরকে পরাভূত করা হবে এবং কাফিরদেরকে জাহান্নামে একত্রিত করা হবে।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৮:৩৬) সূরা আল–আন্্ফাল।
কোরান শরীফ পাঠ কর, কেননা আখেরাতে উহা তাহার পাঠকের জন্য সাহায্যকারী হইবে।
– আল–হাদীস (মোসলেম)।
নির্বোধও অত্যাচারের প্রতিবাদ করে।
– সুইন বান।