ষোলশহরে শিক্ষাবোর্ড কর্মকর্তাকে ‘দোসর’ বলে হেনস্তা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৪:৩২ পূর্বাহ্ণ

নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এক কর্মকর্তাকে ‘আওয়ামী লীগের দোসর আখ্যা’ দিয়ে হেনস্তা করার পর তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। অবশ্য পুলিশ খোঁজখবর নিয়ে পরবর্তীতে তাকে স্ত্রীর জিম্মায় ছেড়ে দিয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্র জানিয়েছে, নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেলওয়ে স্টেশনে গত সোমবার রাতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সহকারী সচিব ওসমান গণিকে আটকে রাখে বেশ কয়েকজন যুবক। তারা নিজেদের ‘ছাত্র এবং সমন্বয়ক’ পরিচয় দেয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। ওই সময় তারা ওসমানকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে হেনস্তা করে।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ষোলশহর স্টেশনে ওসমান গণির সঙ্গে কিছু ছাত্রের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে হেনস্ত করে শিক্ষার্থীরা। পাঁচলাইশ থানা পুলিশের একটি দল রাত ১টার দিকে ওসমানকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান বলেন, কিছু ছাত্র সমন্বয়ক নাম দিয়ে উনাকে ‘মব‘ করার চেষ্টার সময় পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে আমরা তার বিষয়ে খোঁজখবর নিয়েছি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ পাওয়া যায়নি। তার স্ত্রীর জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়েছে বলেও পুলিশ জানায়।

পূর্ববর্তী নিবন্ধভাঙা হলো ৬ ভবনের অনুমোদনহীন অংশ
পরবর্তী নিবন্ধশাহজাহান চৌধুরীসহ ৩৯ জন খালাস