অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউএনওর সহায়তা চেক হস্তান্তর

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৮:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ১২টার দিকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তার জনপ্রতি ১০ হাজার টাকার চেক তুলে দেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি লোহাগাড়ার চুনতি ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড সাতগড় মাষ্টার পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাবেক এমপি পুত্র সাবেক ছাত্র নেতা এটিএম জাহেদ চৌধুরী, অসহায়ত্বের খবরে ছুটে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: সাইফুল ইসলাম এবং সহায়তার আশ্বাস দেন, আজকে সেই পরিবারগুলোর মাঝে সহায়তার চেক প্রদান করা হয়।

এ সময় ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ড একটি পরিবারকে নিঃস্ব করে দেয়, নিজের বলতে অবশিষ্ট থাকেনা, এই ধরনের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের মানবিক দায়িত্ব। সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন সবসময় মানুষের পাশে থাকবে।

চেক প্রদান অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই ধরনের মানবিক উদ্যোগে উপজেলাজুড়ে প্রশংসায় ভাসছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: সাইফুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে র‌্যাবের অভিযানে প্রচুর নকল টাকা উদ্ধার
পরবর্তী নিবন্ধমুছাপুর ক্লোজার পুনর্নির্মাণে ফেনী জেলা প্রশাসকের নিকট চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতির স্মারকলিপি প্রদান