রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে লতা মারমা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে ওই নারী কেঙড়াছড়ি গ্রাম থেকে নৌকাযোগে বিলাইছড়ি বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কেরণছড়ি এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে পড়ে গিয়ে লতা মারমা নিখোঁজ হন।
নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা মাছ ধরার জাল ব্যবহার করে হ্রদে তল্লাশি শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লতা মারমা কেঙড়াছড়ি গ্রামের মিলন কান্তি চাকমার স্ত্রী। জানা গেছে, তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ছিলেন এবং ঘটনার সময় অন্তঃসত্ত্বা ছিলেন।
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারীকে উদ্ধার করে বিলাইছড়ি হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহটি থানা হেফাজতে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর আইনি পদক্ষেপ শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।