ব্যবসায়ীকে নানাভাবে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ খাতুনগঞ্জ ট্রেড এসোসিয়েশনের

আজাদী প্রতিবেদন  | মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৫:১৯ পূর্বাহ্ণ

খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স নুরুল ইসলাম এর ব্রাদার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ মোসলেম উদ্দিনের নিকট চাঁদা দাবি, এডিট করা ভিডিও ও কুরুচিপূর্ণ পোস্টারিংয়ের মাধ্যমে হয়রানি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন।

সংগঠনের এক প্রতিবাদ বিবৃতিতে বলা হয় যে, মোহাম্মদ মোসলেম উদ্দিন খাতুনগঞ্জে দীর্ঘ ৫০ বছর ধরে খাতুনগঞ্জে ব্যবসাবাণিজ্য করে আসছেন। তিনি খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন, টেরিবাজার ব্যবসায়ী সমিতি, এফবিসিসিআই ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য। একজন দানবীর ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে তিনি সাতকানিয়ার ইছামতি মোহাম্মদীয়া আদর্শ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য, রাঙ্গুনিয়াস্থ আলম শাহ পাড়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্যসহ বহু মসজিদ, মাদ্রাসা, স্কুলের পরিচালনা কমিটির সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছেন।

খাতুনগঞ্জে দীর্ঘ সময় ধরে তিনি ব্যবসায় করার সুবাদে চাক্তাইখাতুনগঞ্জ এলাকায় বিভিন্ন ব্যবসায়ীদের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। একজন শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, ধর্মীয়, সেবামূলক ও বাণিজ্যিক কর্মকাণ্ডে সরকার ও বিভিন্ন মহলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক ছিল। তবে কোনো রাজনৈতিক দলের পদ পদবী বা কোনো দলের সদস্য হিসেবে তার কোনো সম্পৃক্ততা ছিল না। চাঁদা আদায়ের অপকৌশল হিসেবে একটি চক্র নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে বিগত আমলে সরকারের বিভিন্ন প্রশাসনিক ব্যক্তি ও ব্যবসায়ীবর্গের সাথে থাকা ছবি সংগ্রহ করে এডিটের ম্যাধমে সম্মানহানির উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ক্যাপশন ও ট্যাগ লাগিয়ে পোস্টারিং করে। সেই সাথে তাকে মিথ্যা মামলায় জড়ানো ও প্রাণনাশের হুমকিও প্রদান করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুর রহমান ব্যবসায়ীকে এধরনের হয়রানি থেকে রক্ষা করতে অবিলম্বে চক্রটিকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাাসনের নিকট দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঢাবির ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর থেকে
পরবর্তী নিবন্ধ৩ ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার, খালাতো মামা গ্রেপ্তার