ঢাবির ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর থেকে

| মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৫:১৮ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫২০২৬ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন ও পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। এটি চলবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত। খবর বিডিনিউজের।

এদিন ভর্তি কমিটির সভায় দিনক্ষণ ঠিক হওয়ার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ নভেম্বর প্রথম দিন হবে ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট ইউনিটের ভর্তি পরীক্ষা। পরের দিন পরীক্ষা হবে চারুকলা অনুষদের।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধব্যবসায়ীকে নানাভাবে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ খাতুনগঞ্জ ট্রেড এসোসিয়েশনের