আর্ত–মানবতার সেবায় বাংলাদেশ নৌবাহিনী পেকুয়ায় ৩ দিনব্যাপী ফ্রি দন্ত চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে উপজেলার পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চল ও বানৌজা মগনামা সাবমেরিন নৌ ঘাঁটির তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কর্মসূচির প্রথম দিনে নৌবাহিনীর বিশেষজ্ঞ দন্ত চিকিৎসকগণের বিশেষ মেডিকেল টিম স্থানীয় শতাধিক দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রি ওষুধ বিতরণ করেন। দন্ত চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় স্থানীয় হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে এধরনের চিকিৎসা মানুষের মাঝে সহায়ক ভূমিকা পালন করেন বাংলাদেশ নৌবাহিনী। এ বিষয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের প্রধান সিনিয়র মেডিকেল অফিসার বিএনএস পতেঙ্গা লেফটেন্যান্ট কর্ণেল সৈয়দ কামরুল হাসান জানান, আর্ত মানবতার সেবায় বাংলাদেশ নৌবাহিনী ৩ তিন দিনব্যাপী ফ্রি দন্ত চিকিৎসা কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বাংলাদেশ নৌবাহিনী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় পেকুয়া উপজেলার পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ফ্রি দন্ত চিকিৎসা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আগামীতে বাংলাদেশ নৌবাহিনী জনস্বার্থে সেবা মূলক এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।