সদরঘাটে বাড়ির ছাদে মিলল ১৩২ বোতল বিদেশি মদ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৫:১২ পূর্বাহ্ণ

নগরীর সদরঘাট থানা এলাকায় একটি ভবনের ছাদে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। গত শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৩২ বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ।

জানা যায়, শনিবার সকাল ৬টা ৫৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত চলা অভিযানে পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের ইসলামিয়া কলেজ মোড় সংলগ্ন হাজী আহম্মদ হোসেন মার্কেট গলির ভিতরে রেজাউল করিমের মালিকানাধীন বাড়ির ছাদে ভাড়টিয়া সুবল দাশের ঘরে তল্লাশি চালিয়ে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় আসামি সুবল দাশ (৪১) ও বাড়ির মালিক রেজাউল করিমসহ অজ্ঞাত আরও দুইতিনজন পুলিশ উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদরঘাট থানার ওসি আবদুর রহিম। তিনি জানান, পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং উদ্ধার করা মদের বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউন্নত রোড ইঞ্জিনিয়ারিং ও সচেতনতা কমাতে পারে সড়কে মৃত্যুর হার
পরবর্তী নিবন্ধপেকুয়ায় নৌবাহিনীর ফ্রি দন্ত চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ