রাউজানে পুড়েছে চার বসতঘর

পৃথক অগ্নিকাণ্ড

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৫:০৭ পূর্বাহ্ণ

রাউজানে পৃথক দুই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪ বসতঘর। গত রোববার রাতে পৌর এলাকার ৯ নং ওয়ার্ডে ও গতকাল সোমবার বিকেলে উপজেলার গহিরা ইউনিয়নে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পৃথক এ ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। জানা যায়, গহিরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আনছুর আলী তালুকদার বাড়িতে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্তরা হলেন, ওই বাড়ির মোহাম্মদ লিটন, মোহাম্মদ সিরাজ ও জালাল উদ্দিন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল স্থগিতের আহ্বান সম্মিলিত পেশাজীবী পরিষদের
পরবর্তী নিবন্ধউচ্চশিক্ষার মূল বিষয় হচ্ছে গবেষণার মাধ্যমে শিক্ষার ক্ষেত্রকে আরো সমৃদ্ধ করা