লোহাগাড়ায় তালা ভেঙে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৫:০৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বড়হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল তালা ভেঙে অফিস কক্ষে ঢুকে ল্যাপটপ ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাসনা আইমন সোলতানা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিদ্যালয়ের কার্যক্রম শেষে তালাবদ্ধ করে সবাই চলে যান। গত রোববার সকালে বিদ্যালয়ে এসে অফিস কক্ষের দরজার তালা ভাঙা, ৩টি স্টিলের আলমিরা খোলা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। চোরেরা আলমিরার ভেতর থাকা বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত ১টি ল্যাপটপ, একটি মডেম ও নগদ ৫ হাজার টাকা নিয়ে গেছে। বিদ্যালয় বন্ধকালীন চোরেরা এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, বিদ্যালয়ে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচলতি মাসেই চালু হচ্ছে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল স্থগিতের আহ্বান সম্মিলিত পেশাজীবী পরিষদের