চুয়েট ও বিআইএমের সমঝোতা স্মারক স্বাক্ষর

| মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৫:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে। গত রোববার চুয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। চুয়েটের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির ও বিআইএমের পক্ষে স্বাক্ষর করেন বিআইএম আইকিউএসির পরিচালক প্রকৌশলী ড. মো. মামুনুর রশিদ। চুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. .এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান ও স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং বিআইএমের পক্ষে উপস্থিত ছিলেন বিআইএমর চট্টগ্রাম কেন্দ্রের কোঅর্ডিনেটর মোহাম্মদ আব্দুর রউফ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার কুসুমপুরায় বিনামূল্যে চক্ষু শিবির ও স্বাস্থ্য ক্যাম্প
পরবর্তী নিবন্ধবেকারত্ব দূরীকরণে দক্ষতাভিত্তিক পড়ালেখার প্রতি জোর দিতে হবে