চট্টগ্রাম জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫২তম গ্রীষ্মকালীন সাঁতারে তিনটি করে পদক জিতে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ছাত্র জামিউল আহসান ফারহান ও বোয়ালখালী উপজেলার ইকবাল পার্ক বালিকা স্কুলের ছাত্রী আমেনা আক্তার সেরা সাঁতারুর গৌরব অর্জন করে। ফারহান ১০০ মিঃ ফ্রি স্টাইল, বাটার ফ্লাই ও ব্র্যাস্ট স্ট্রোকে এবং আমেনা ১০০ মিঃ ও ২০০ মিঃ ফ্রি স্টাইল ও ব্র্যাস্ট স্ট্রোকে প্রথম স্থান লাভ করে এ কৃতিত্ব দেখায়। এই দুই সাঁতারু গত বছর বরিশাল জেলা সদরে অনুষ্ঠিত স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫১তম জাতীয় আসরে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল। কিন্তু ফিরে এসেছে শূন্য হাতে। এবার পদক জয়ের স্বপ্ন নিয়ে তারা অভিযান শুরু করেছে। তবে উপ–আঞ্চলিক ও অঞ্চল পর্যায়ের হার্ডল অতিক্রম করতে হবে। সে ধরনের স্বপ্ন নিয়ে ফারহান চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে কোচ দীনুল ইসলামের তত্ত্বাবধানে এবং আমেনা বেগম তার পারিবারিক পুকুরে তালিম নিচ্ছে। অংশগ্রহণকারী শতাধিক সাঁতারুর মধ্যে প্রথমবারের মতো সন্দ্বীপ উপজেলা থেকে এসেছে ৯ জন সাঁতারু। তার মধ্যে মাহিম রহমান, আসিফ আল আজমি ও মাসুম পদক জয় করে সকলের নজর কেড়েছেন। গতকাল সোমবার জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে অনুষ্ঠিত সাঁতার শেষে চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উপ–কমিটির আহবায়ক ও চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক তজল্লী আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী জেলা শিক্ষা অফিসার সৈয়দ আবদুল মান্নান ও সাবেক জাতীয় সাঁতারু মাহবুবুর রহমান সাগর বিশেষ অতিথি ছিলেন।