চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রতিভাবান উশু খেলোয়াড় তৈরির লক্ষ্যে আগামী ২০ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ২০ দিনব্যাপী তৃণমূল পর্যায়ে উশু (মার্শাল আর্টস) প্রশিক্ষণ কর্মসূচি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণেচ্ছুক চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সমূহের শিক্ষার্থীদের আগামী ১৯ অক্টোবর সকাল ১০টা হতে ৫টার মধ্যে সিজেকেএস কার্যালয় হতে ফরম সংগ্রহ করে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য সিজেকেএস উশু কমিটির সম্পাদক মো. হাবিবুর রহমান (০১৯৭০–১০১০৩৫) এর সাথে যোগাযোগ করার জন্য সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য ও উশু কমিটির চেয়ারম্যান রিফাত বিন আনোয়ার অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।