জেন–জি বিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও সরকারি কর্মকর্তারা। সোমবার (১৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন তারা। প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর কয়েকটি ইউনিট বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর রবিবার রাজোয়েলিনা দেশ ত্যাগ করেন। বিরোধীদলীয় নেতা ও সংসদের বিরোধীদলীয় প্রধান সিটেনি র্যানড্রিয়ানাসোলোনিয়াইকো এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বাংলানিউজের।
রয়টার্স বলছে, প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা একটি ফরাসি সামরিক বিমানে করে দেশ ছেড়েছেন। সরকারি ও সামরিক সূত্র মারফত তারা এ তথ্য জেনেছে। ওই সূত্র আরও জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়ে ম্যাক্রোঁর সঙ্গে ‘সমঝোতার’ পর তিনি দেশত্যাগ করেন। রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালও (আরএফআই) একই তথ্য দিয়েছে।