চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ১৯.৬৩ কোটি টাকা। ১,৬৪৬ টি লেনদেনের মাধ্যমে মোট ২৮.৩৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৪.৮৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৭২৭.৪৮ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.৫৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১৭.০৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.৮৬ পয়েন্ট কমেছে, যা হলো ৯৩৩.০৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১১.৭৭ পয়েন্ট কমেছে, যা হলো ২,০১৪.৪৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭১৩,৩১৪.৭৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,১৮২.৮০ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে হয়েছে লেনদেন হয়েছে ১৭২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৪ টির, দাম কমেছে ৭৬টি আর অপরিবর্তিত রয়েছে ২২টির।