কমলা সুন্দরীর কিসসা মঞ্চস্থ

গণায়ন নাট্য উৎসব

| মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৪:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে সৃজনে সংগ্রামে মুক্তির অভিযাত্রায় গণায়নের ৫০ বছর শীর্ষক গণায়ন নাট্য উৎসবের চতুর্থ দিন গতকাল সোমবার অতিবাহিত হয়। মুক্ত মঞ্চে লোকসংগীত পরিবেশন করেন মঈনুদ্দীন কোহেল। মঈনুদ্দীন কোহেলকে ফুলেল শুভেচ্ছা জানান নাট্যজন অধ্যাপক দেবব্রত দেওয়ানজী। মিলনায়তনে গণায়ন নাট্য সমপ্রদায় পরিবেশন করে তাদের বহুল প্রশংসিত লোক নাটক ‘কমলা সুন্দরীর কিসসা’। নাটকটির নির্দেশনায় ছিলেন বাপ্পা চৌধুরী। আজ উৎসবের মুক্ত মঞ্চে নজরুল সংগীত পরিবেশন করবে নজরুল সংগীত শিল্পী সংস্থা চট্টগ্রাম। মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ পরিবেশন করবে ইউজিন আয়নেস্কো রচিত ম. সাইফুল আলম চৌধুরী রূপান্তরিত নাটক ও মামুনুল হক নির্দেশিত নাটক ‘তিনি আসছেন’। অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন নাট্যজন দিব্যেন্দু উদাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদায় লিখলেন বাপ্পারাজ, উদ্বিগ্ন ভক্তরা!
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৯.৬৩ কোটি টাকা