হজে আট বছরে খরচ না হওয়া ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ফেরত পেতে যাচ্ছে ৯৯০টি এজেন্সি। সৌদির হজ মন্ত্রণালয়ের ‘মাসার নুসুক’ প্লাটফর্মের আইবিএএন হিসাবে পড়ে থাকা এই অর্থ ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরত দিয়েছে। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।
ধর্ম উপদেষ্টা বলেন, এ টাকা ফেরত আনার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে কয়েকবার পত্র পাঠায় ধর্ম মন্ত্রণালয়। বিভিন্ন সময়ে তাদের সাথে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকেও এ বিষয়ে আলোচনা করে এ মন্ত্রণালয়। তারই পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশ হজ অফিসের মাসার নুসুক প্লাটফর্মের আইবিএএনে অব্যয়িত টাকা ফেরত দিয়েছে।
হজ এজেন্সির অব্যয়িত টাকা ফেরত দেওয়ার জন্য মন্ত্রণালয়ের দাপ্তরিক সব প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব আয়াতুল ইসলাম, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইমতিয়াজ হোসেন, যুগ্মসচিব (হজ) মঞ্জুরুল হক, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।