চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেন ও বাস সার্ভিসের নতুন সিডিউল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন এই সিডিউল পরিবহন দপ্তর এবং প্রক্টর অফিস থেকে নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনের দিন ক্যাম্পাসে যানবাহন চলাচল সীমিত রাখার নির্দেশনা জারি করা হয়েছে।
শাটল ট্রেনের নতুন সিডিউল : চট্টগ্রাম স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাবে সকাল ৭টা ৩০ মিনিট ও ৮টায়। ষোলশহর স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাবে সকাল সাড়ে ৯টা, ১০টা ১৫ মিনিট, ১১টা ৩০ মিনিট এবং দুপুর ১২টায়। দুপুরে চট্টগ্রাম স্টেশন থেকে আরও ট্রেন ছেড়ে যাবে ২টা ৩০ মিনিট, ৩টা ৩০ মিনিটে। এবং বিকাল ৫টা, রাত সাড় ৮টা সর্বশেষ রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য চট্টগ্রাম ছেড়ে আসবে।
বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম ষোলশহরগামী ট্রেন ছেড়ে যাবে ৮টা ৪০ মিনিট, ৯ টা ৫ মিনিট, সাড়ে ১০ টা ও ১১ টা ৫ মিনিটে। চট্টগ্রাম স্টেশনগামী ট্রেন ছাড়বে দুপুর ১টা, ২টা, ৩টা ৩৫ মিনিট, বিকাল ৪টা ৪০ মিনিট, সন্ধ্যা ৬টা ২০ মিনিট, রাত ৯টা ৪৫ মিনিট এবং সর্বশেষ ১০টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাবে।
বাস সার্ভিসের সিডিউল: নগরীর নিউ মার্কেট এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে সকাল ৯টায় ৫টি ভাড়া বাস একযোগে ছেড়ে আসবে। এছাড়া ষোলশহর শপিং কমপ্লেক্স এলাকা থেকে সকাল ৯ টা ও ১০ টায় ৫টি করে মোট ১০টি বাস বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসবে। বিকালে বিশ্ববিদ্যালয় থেকে নগরীর উদ্দেশ্যে দুপুর ৩টা ও বিকাল ৪টায় ৫টি করে মোট ১০টি বাস ছেড়ে যাবে। এবং বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় থেকে নগরীর নিউ মার্কেটগামী ৫টি ভাড়া বাস একযোগে ছেড়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নির্বাচন কমিশনের অনুরোধে অল্প কিছু বাস সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের শিক্ষার্থীদের প্রধান বাহন হচ্ছে শাটল ট্রেন।
যানবাহন চলাচল সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি : আসন্ন চাকসু নির্বাচন–২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনের দিন ক্যাম্পাসের অভ্যন্তরে যানবাহন চলাচল সীমিত রাখার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রক্টর অফিস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের দিন কোনো বহিরাগত গাড়ি ক্যাম্পাসের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। ক্যাম্পাসের অভ্যন্তরে গাড়ি চলাচল সীমিত থাকবে দুইটি চেকপোস্ট পর্যন্ত যথা, ৩নং গোডাউন কলোনি এবং ভিসি বাংলোর সামনে। কাটা পাহাড়ের রাস্তা দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। চেকপোস্ট অতিক্রম করে শুধুমাত্র তিন ধরনের গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–কর্মকর্তা–কর্মচারীদের নিয়মিত পরিবহন, নির্বাচন কমিশনের কাজে ব্যবহৃত গাড়ি, সংবাদকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি। কোনো শিক্ষার্থীর গাড়ি (প্রার্থীসহ) চেকপোস্টের ভেতরে প্রবেশ করতে পারবে না। অনুমোদিত গাড়ির প্রবেশের জন্য প্রক্টর অফিস থেকে যানবাহন পাস/স্টিকার সংগ্রহ করতে হবে।
যানবাহন পাস সংগ্রহের সময় : ১৪ অক্টোবর ২০২৫ সোমবার অর্থ্যাৎ আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, প্রক্টর অফিস থেকে যানবাহন পাস সংগ্রহ করতে পারবে। চাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এসব উদ্যোগের ফলে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ হবে এবং নির্বাচনের দিন ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।










