চট্টগ্রামের সর্বত্র নারী স্বাস্থ্যের সুরক্ষায় উদ্যোগ গ্রহণ করা হয়েছে : মেয়র

| সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৮:৫২ পূর্বাহ্ণ

চসিক, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার উদ্যোগে চলছে মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচি অক্টোবর মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় গুলএজার বেগম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষিকাদের নিয়ে এক সভা এবং বাস্তব প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন। ডা. সাকেরা আহমেদের নেতৃত্বে ১০ সদস্যের মহিলা শল্যচিকিৎসকদল এ কার্যক্রম পরিচালনা করেন। অনুষ্ঠানে চারশতাধিক শিক্ষার্থী ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, শিক্ষাঙ্গন থেকে হাসপাতালসহ চট্টগ্রামের সর্বত্র নারী স্বাস্থ্যের সুরক্ষায় ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার সহযোগিতায় অক্টোবর মাসব্যাপী ব্যাপক প্রচারণা কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসা, শতকরা ৫০ ভাগ ছাড়ে পরীক্ষা এবং বিনামূল্যে ব্রেস্ট সার্জারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, অক্টোবর মাসব্যাপী প্রতি শনিবার, সোমবার এবং বুধবার বিকাল ৩টা থেকে ৬টা সিএসসিআর হাসপাতালে বিনামূল্যে স্ক্রিনিং এবং কনসালটেশন কার্যক্রম চলছে। তিনি বিনামূল্যে ব্রেস্ট সার্জারি করতে আগ্রহীদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কেন্দ্রসমূহে যোগাযোগ করার অনুরোধ জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিএসসিআরের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, ডা. সাকেরা আহমেদ, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, স্কুলের প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহ এবং সিএসসিআরের প্রশাসনিক কর্মকর্তা মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া আল-জামিয়ায় কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের মজলিসে শূরার অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধটিভি সাংবাদিক পরিচয়ে রিপন মিয়ার পরিবারকে হেনস্থা