ইউএসটিসিতে ডা.নাজমুল মোর্শেদের শোক সভা ও দোয়া মাহফিল

| সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৮:৫০ পূর্বাহ্ণ

ইউএসটিসি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ইউএসটিসি এনেক্স ভবন মিলনায়তনে গতকাল রোববার মেডিকেল কলেজের ১২ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মরহুম ডা. নাজমুল মোর্শেদ চৌধুরীর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি গত ৯ অক্টোবর মৃত্যুবরণ করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন চমেক ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ) সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন। তিনি বলেন, ডা. নাজমুল মোর্শেদ চৌধুরী চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের হৃদয়ে শ্রদ্ধার স্থান করে নিয়েছেন। তিনি ছিলেন এক নিবেদিত প্রাণ চিকিৎসক, যার কর্মজীবন তরুণ চিকিৎসকদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে ডা. নাজমুল মোর্শেদ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।

ড্যাব মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও জেলা ড্যাবের যুগ্ম সম্পাদক ডা. রিফাত কামাল রনির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা.তমিজ উদ্দিন আহমেদ মানিক, অধ্যাপক ডা.এম এন রায়হান উদ্দিন, ডা. ফয়েজুর রহমান, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন, অধ্যাপক ডা. কাজী সুলতানা রুমা আলম, ডা. জায়েদ বসরী, ডা. রুবেল সাদাত চৌধুরী, ডা. রাজিব পাল, অধ্যাপক ডা. মাহবুব আলম কদির, গিয়াস উদ্দিন নয়ন, ডা. মতিউর রহমান, ডা. জায়েদ, ডা. হাবিবুল করিম তানিম, হাসিবুল হাসান হাসিব, রিমন চৌধুরী, মো. রোহান, আল মারুফ, তৌসিফ, রুপম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলেমগণ সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছে
পরবর্তী নিবন্ধমাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাব পটিয়ার ফিল্টার বিতরণ