ফিরিঙ্গীবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

| সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৮:৪৭ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড, কোতোয়ালী থানা, মহানগরের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু। প্রধান বক্তা ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জামির উদ্দিন নাহিদ। বিশেষ অতিথি ছিলেন লিমন, সাইফুল আলম দীপু, ইমরান সিদ্দিকী জেকসন, আব্দুল্লাহ আল হাসান,আইনুল ইসলাম জুয়েল, মোহাম্মদ ইমরান হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরু আলম নুরু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ মামুন। বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করবে। সংগঠনের প্রত্যেক কর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যবসায়ী মহসিন খানের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধইসলামী ছাত্রসেনা চান্দগাঁও থানায় সংবর্ধনা সভা