চিকিৎসার খরচ যোগাতে না পেরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভাড়া বাসায় নিয়ে গিয়ে ক্যান্সার আক্রান্ত শাহেদের মৃত্যুর প্রহর গুণছেন গার্মেন্টস শ্রমিক স্ত্রী আয়েশা বেগম।
দিনমজুর শাহেদ ফেনীর পেপারপাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘ কয়েক বছর ধরে নগরীর আকবর শাহ এলাকায় বসবাস করতেন। এখানের ভাড়া যোগাতে না পেরে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার রসুলপুর এলাকার সুমনের কলোনিতে ছোট্ট একটি ঘরভাড়া নিয়ে স্ত্রী এবং সাত বছরের একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করছেন। দিনমজুরের কাজ করে মোটামুটি চলছিল তাদের। কিন্তু শরীরে ক্যান্সার বাসা বাঁধার পর কোনো ধরনের কাজ করার শক্তি নেই শরীরে। বাধ্য হয়ে স্ত্রী আয়েশা নগরীর অলংকার মোড়ের কালাম গার্মেন্টসে শ্রমিকের চাকুরি নেন। কিন্তু স্বামীকে নিয়ে হাসপাতালে দৌঁড়াদৌঁড়ি করতে গিয়ে চাকুরিটি ছেড়ে দিতে হয়। এখন অসুস্থ স্বামীকে নিয়ে চোখে মুখে অন্ধকার দেখছেন।
শাহেদকে ভর্তি করা হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানের খরচ যোগাতে হিমশিম খেয়ে চিকিৎসা বন্ধ করে দিতে হয়েছে। শাহেদকে এখন বাসায় নিয়ে যাওয়া হয়েছে। শাহেদের চিকিৎসার জন্য তার স্ত্রী আয়েশা সমাজের বিত্তবানদের নিকট সহায়তা চেয়েছেন। ০১৮৮৭৯৩১১৩০ নম্বরে বিকাশে সহায়তা পাঠানো যাবে।