আইআইইউসিটির সাধারণ পরিষদের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল্লাহ বিন ওমর বিন মুহাম্মদ নাসিফ গতকাল রোববার সকালে সৌদি আরবে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি….রাজিউন)। তাঁর মৃত্যুতে আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ. ন. ম শামসুল ইসলাম শোক প্রকাশ করেন। এক বিবৃতিতে তাঁরা আইআইইউসির উন্নয়নে এবং পরিচালনায় প্রফেসর ড. ওমর নাসিফের আন্তরিক ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, শিক্ষাক্ষেত্রে আইআইইউসি ও মুসলিম উম্মাহ একজন বিশ্বস্ত অভিভাবক হারালো। তাঁরা মরহুমের রুহের মাহফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।