হংকংয়ে বাজে মাঠে হামজাদের প্রস্তুতি

এশিয়ান কাপ বাছাই

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৮:৩০ পূর্বাহ্ণ

এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলতে এখন হংকং চায়না অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। কেন্তি সেখানে গিয়ে অন্যরকম প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে হামজারা। প্রস্তুতির জন্য যে মাঠ পেয়েছে তারা, এর মান একেবারেই ভালো নয়। হোটেল থেকে মাঠে যাওয়ার দূরত্বও অনেক বেশি। ম্যাচের আগে হামজাজামালদের সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াই এভাবেই শুরু করে দিয়েছে স্বাগতিকরা। মিডফিল্ডার সোহেল রানা জানান, অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও টলছে না তাদের ইতিবাচক মানসিকতা। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে মঙ্গলবার হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম লেগে ৭ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৪৩ ব্যবধানে হারের দুঃস্বপ্ন এখনও সঙ্গী হামজাশোমিতদের। বাছাই উতরানোর আশার পালে হাওয়া দিতে ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে জয় বড্ড প্রয়োজন বাংলাদেশের। এ উপলক্ষে রোববার হংকংয়ের তিসিং ই স্পোর্টস গ্রাউন্ডে দল নিয়ে প্রস্তুতি সেরেছেন হাভিয়ের কাবরেরা। লম্বা ভ্রমণ ক্লান্তি দূর করার জন্য রিকভারিতে দিয়েছেন বাড়তি মনোযোগ। তবে মাঠের প্রস্তুতি নিতে গিয়ে যথেষ্ট বেগ পোহাতে হয়েছে দলকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে পাঠানো বার্তায় সোহেল অবশ্য জানিয়েছেন, এমন কিছুর মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিয়েই তারা পা ফেলেছেন হংকংয়ে। ‘এই বিষয়গুলোর মুখোমুখি যে আমাদের হতে হবে, সেই মানসিকতা নিয়েই আমরা এসেছি। কাল আমাদের অনুশীলনের জন্য যে মাঠ দিয়েছিল, হোটেল থেকে প্রায় এক ঘণ্টার বেশি সময় লেগেছিল সেখানে যেতে। আর মাঠের কথা কী বলব, খুব বাজে মাঠ ছিল। এটার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে, ওরা আমাদের সাথে এটা করবে। আজকেও একই মাঠ দিয়েছে। যে মাঠে ট্রেনিং করছি, একই অবস্থা। অবশ্য আমরা এই বিষয়গুলো খেলার সাথে গুলিয়ে ফেলতে চাচ্ছি না। ওরা মাঠের বাইরে আমাদের সাথে যা কিছুই করুক আমরা সে প্রস্তুতি নিয়েই এসেছি।’ মাঠের বাইরে হংকংয়ের শুরু করে দেওয়া ‘মাইন্ড গেম’ ইতিবাচক মনোভাব নিয়ে দেখছেন সোহেল। জানালেন, মাঠের খেলায় বাইরের ঘটনার প্রভাব পড়তে দিতে চান না তারা। ঘরের মাঠে প্রথম লেগে করা ভুলগুলোর পুনরাবৃত্তিও এই অভিজ্ঞ মিডফিল্ডার দেখতে চান না ফিরতি লেগে। ‘বাংলাদেশে ম্যাচ খেলার পর আমাদের আসলে এখানে এসে রিকভারি সেশন হচ্ছে। আমাদের লক্ষ্য এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া। পরের ম্যাচ আমরা কিভাবে খেলব, আগের ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি যেন না হয়, এগুলো নিয়ে কাজ করছি, এদিকেই আমাদের মনোযাগ। দেশে আমরা হংকংয়ের সাথে যে ম্যাচ খেলেছি, আমাদের আত্মবিশ্বাস আছে আমরা ওদের হারাতে পারব। ইনশাআল্লাহ, আমরা ম্যাচটা জিততে চাই। ওদের হোমে ম্যাচ, ওরা সুবিধা নিতেই চাইবে। এটা আমরা পেশাদারভাবে নিব। ওরা আমাদের অনুশীলনের জন্য ভালো মাঠ দিচ্ছে না, অনেক দূরের মাঠ দিচ্ছেএগুলো আসলে আমরা ওভাবে নিচ্ছি না; আমরা খেলোয়াড়, আমরা এগুলো ইতিবাচকভাবে নিচ্ছি।’

পূর্ববর্তী নিবন্ধআজ দক্ষিণ আফ্রিকার সামনে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধখুলনাকে হারিয়ে রংপুর চ্যাম্পিয়ন