লায়ন্স ক্লাব অব চিটাগং এর ফাস্ট এইড প্রশিক্ষণ কর্মশালা

| সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৮:২৫ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং এর উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনস্থ হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে ২দিনব্যাপী ফাস্ট এইড প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান গত ১১ অক্টোবর সম্পন্ন হয়। ক্লাব প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে এবং লিও জেলা সচিব লিও রাফিদ আহনাফের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন লায়ন গভর্নর কোহিনুর কামাল, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ। উপস্থিত ছিলেন রিজিওন চেয়ারপার্সন১ লায়ন নিশাত ইমরান, রিজিওন চেয়ারপার্সন লায়ন এম. সোহেল খান, জোন চেয়ারপার্সন সাইফুল আলম পাটোয়ারী, লায়ন শুভানাজ জিনিয়া, লায়ন খলিলুল্লাহ সাকিব, লায়ন আবু নাসের রনি, লায়ন মোহাম্মদ আইয়ুব, লায়ন বাসুদেব সিনহা, লায়ন লিটন কান্তি দত্ত, লায়ন অনুপম মজুমদার, লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, লায়ন অশোক দাশ, লায়ন এডাম ম্যাথিউ, লিও শওকত হোসেন, লিও সিফাতুল ইসলাম সামি, লিও হোসেন মোহাম্মদ ইমরান নিঙন, লিও শেখ মুনতাসির মামুন, লিও মিনহাজুর রহমান শিহাব, লিও শাহাদাত হোসেন সাইফ ও লিও মারিয়া দিলশাদ। প্রধান অতিথি বলেন, লিওদের দক্ষতা উন্নয়নে সচেষ্ট হতে হবে। প্রাথমিক চিকিৎসা সেবায় দেওয়া প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে চর্চার মাধ্যমে কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন, অর্জিত জ্ঞানকে চর্চার মাধ্যমে বাস্তবায়িত করা গেলে তার সুফল সমৃদ্ধ সমাজ বিনির্মাণে পাওয়া যাবে।

লায়ন রেবেকা নাসরিন বলেন, প্রাথমিক চিকিৎসা সেবা প্রশিক্ষণ প্রত্যাহিক জীবনের জন্য অত্যাবশ্যকীয় অংশ। সকলেরই এধরনের জীবন রক্ষাকারী প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে দক্ষতা উন্নয়নে সচেষ্ট হওয়া জরুরি। প্রান্তিক জনপদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝেও এধরনের প্রশিক্ষণ ও সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। দুই দিনে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের পরীক্ষা ও রিভিউ টেস্টের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিআরসহ ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধদাউদি বোহরা সমপ্রদায়ের ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উদযাপন