খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৮:২২ পূর্বাহ্ণ

পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে আলোচনা সভায় মিলিত হয়। সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়নে আয়োজিত সভায় তথ্যের অধিকার নিশ্চিতের মাধ্যমে নাগরিকদের সচেতনতা ও প্রশাসনের জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান। এসময় যুব উন্নয়ন কর্মকর্তা চম্পক কান্তি চাকমা, নমিতা চাকমা, নিরুপন চাকমা, আইসিটি কর্মকর্তা মোছা. মাহবুবা আক্তার ও এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শ্বাসতী দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বিএনপির পথসভা ও মিছিল
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম