পাক-আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ

পাকিস্তানের দাবি আফগানিস্তানের ২০০ জন নিহত হয়েছে ৫৮ পাকিস্তানি সেনা হত্যার দাবি আফগান তালেবানের

| সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৭:৫৪ পূর্বাহ্ণ

পাকিস্তান ও আফগানিস্তানের বাহিনীগুলোর মধ্যে সীমান্তে রাতভর গোলাগুলির পর উভয় দেশ পৃথকভাবে নিহতের সংখ্যা প্রকাশ করেছে। সংঘর্ষে আফগানিস্তানের তালেবান ও তাদের সহযোগী সংগঠনের ২০০ যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এ সময় নিজেদের ২৩ জন সৈন্য নিহত হয়েছে বলেও স্বীকার করে পাকিস্তান। গতকাল রোববার পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তালেবান শিবির, চেকপোস্ট এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে গুলিবর্ষণ এবং হামলার পাশাপাশি স্থল অভিযান চালানো হয়। এসময় আমাদের ২৩ জন সৈন্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৯ জন। অন্যদিকে, তালেবান ও তাদের সহযোগী সংগঠনের ২ শতাধিক ‘সন্ত্রাসী’কে হত্যা করা হয়েছে। খবর বাসসের।

অপরদিকে আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, রাতভর প্রতিবেশী দুই দেশের মধ্যে সংঘর্ষে তাদের বাহিনী ‘৫৮ পাকিস্তানি সেনাকে’ হত্যা করেছে। এই সংঘর্ষে তালেবানের ৯ জন সেনাও নিহত হয়েছে বলে কাবুলে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন।

গত বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ তুলে তালেবান সরকার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল। শনিবার রাতে আফগানিস্তানের তালেবান যোদ্ধারা পাকিস্তানের কয়েকটি সামরিক চৌকিতে হামলা চালানোর পর দুই দেশের সীমান্তে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধভুয়া আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে শহরে ডাকাতি ও অপহরণ করে তারা
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ৫ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু