ইপিজেড থেকে ৫ অপহরণকারী গ্রেপ্তার, অপহৃতকে উদ্ধার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৭:৩১ পূর্বাহ্ণ

নগরের ইপিজেড এলাকা থেকে এক যুবককে অপহরণের ঘটনায় ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। গত শনিবার দিবাগত রাতে বন্দরটিলা আয়শার মার গলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয় অপহৃত যুবককে। ধৃতরা হচ্ছেনমুছা (২২), মো. সোহেল (২৫), মো. রিয়াজ (২৪), মো. তাসিন (২৩) ও মো. রায়হান (২৬)

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপহৃত যুবক হচ্ছেন মো. সবুজ ফরাজী (২৭)। বাগেরহাট জেলার শরণখোলা থানার বকুলতলা এলাকার বাসিন্দা। সে সিইপিজেডে পূর্বে চাকরি করত।

গত ১০ অক্টোবর রাত ৯টায় বন্দরটিলা এলাকায় আসলে অজ্ঞাতনামা ১১/১২ জন তাকে চড়থাপ্পর মেরে জোরর্পূবক রিকশায় তুলে বন্দরটিলা আয়শার মার গলি জুয়েলের রিঙার গ্যারেজে আটকে রাখে। এরপর অপহরণকারীরা সবুজের স্ত্রীর মোবাইলে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেয়। এরপর সবুজের স্ত্রী র‌্যাব৭ পতেঙ্গা অফিসে অভিযোগ দায়ের করলে অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধস্কুলে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির মামলায় প্রধান শিক্ষক কারাগারে
পরবর্তী নিবন্ধদায়িত্ব পালনকালে খুলশী থানায় সাংবাদিককে আটকে মারধরের অভিযোগ