বড়পীর (র.) শতধাবিচ্ছিন্ন মুসলিম উম্মাহর মাঝে জাগিয়ে তুলেছিলেন ঐক্যের চেতনা

চকরিয়া বায়তুশ শরফ কমপ্লেক্সে ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল

| রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৭:০৯ পূর্বাহ্ণ

রাহবারে বায়তুশ শরফ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী বলেছেন, হিজরি পঞ্চম শতকে এসে মুসলিম জাহান এক চরম দুর্বিপাকে পড়ে। বড়পীর আবদুল কাদের জিলানি (রহ.) মুসলিম মিল্লাতের ধর্মীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধঃপতন দূর করে তাদের সিরাতুল মুস্তাকিমে পুনঃস্থাপন করেন। বিভ্রান্তির বেড়াজাল থেকে ইসলামী শরীয়তকে তিনি পুনরুজ্জীবিত করার পাশাপাশি ইলমে তাসাউফকে তথা তরিকত, হাকিকত ও মারেফাতের সহিহ পথের সন্ধান দিয়েছিলেন। শতধাবিচ্ছিন্ন মুসলিম উম্মাহর মাঝে জাগিয়ে তুলেছিলেন ঐক্যের চেতনা।

রাহবারে বায়তুশ শরফ ৯ অক্টোবর বাদ আছর হতে অনুষ্ঠিত চকরিয়া বায়তুশ শরফ কমপ্লেক্সের উদ্যোগে বার্ষিক ইছালে সাওয়াব (ফাতেহায়ে ইয়াজদাহুম) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল হাকিম দুলালের সভাপতিত্বে ও চকরিয়া বায়তুশ শরফ মসজিদের খতিব মাওলানা মাহের শামশ এর পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক মাস্টার এম এম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম।

মাহফিলের শুরুতে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল কর্তৃক পরিচালিত ‘বায়তুশ শরফ চক্ষু চিকিৎসা কেন্দ্র’ এর উদ্বোধন করেন রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। মাহফিলে তাকরির পেশ করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, রাজাখালী এম ইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ কফিল উদ্দিন ফারুক, চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যাপক ড. মাওলানা ওয়ালি উল্লাহ মুঈন, মাওলানা জিয়াউল হক আনছারী, মাওলানা লোকমান হকীম জেহাদী, মাওলানা ইউছুফ আরমানী, মাওলানা মুহাম্মদ শাহজাহান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ চকরিয়া শাখা ও আনজুমনে নওজোয়ান বাংলাদেশ চকরিয়া শাখার সদস্যবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধইউটিএল চবি শাখার আহ্বায়ক ড. এনায়েত উল্যা, সদস্য সচিব ইব্রাহিম
পরবর্তী নিবন্ধবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আর্কের কর্মশালা