আইন পেশা স্বাধীন ও মহৎ পেশা। এ পেশায় কঠোর শৃঙ্খলা মেনে চলতে হয়। একটি সংবিধিবদ্ধ আইন দ্বারা আইন পেশা পরিচালিত হয়। প্রত্যেক আইনজীবী এবং শিক্ষানবীশ আইনজীবীকে তা মেনে চলতে হবে। গতকাল চট্টগ্রাম আদালতে কর্মরত শিক্ষানবীশ আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী অডিটরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালার ১ম পর্বের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন, আলোচক হিসেবে ছিলেন চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার। সমিতির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম। কর্মশালার ২য় পর্বে আইডি কার্ড বিতরণ ও সমপানী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার। শিক্ষানবীশ আইনজীবীদের পেশাগত আচরণ ও দক্ষতা বৃদ্ধির জন্য বিচারকার্যে শিক্ষানবীশ আইনজীবীদের ভূমিকা ও করনীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আইনজীবী ও অতিথিরা। প্রশিক্ষণ কর্মশালায় দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এডহক কমিটির আহবায়ক এ কে এম মকবুল কাদের চৌধুরী, এডহক কমিটির সাবেক সদস্য মুহাম্মদ শামসুল আলম, সিনিয়র আইনজীবী তারিক আহমদ, সেলিমা খানম, মুহাম্মদ কবির হোসাইন, কাশেম কামাল, জাফর ইকবাল, এ এন এম মাইনুল চৌধুরী রনি, কাজী মো. আশরাফুল হক আনসারি জুয়েল, মাহমুদ–উল–আলম চৌধুরী মারুফ, ইয়াছিন আরাফাত সাজ্জাদ ও জোবায়ের হোসেন শিবলু প্রমুখ।