চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সম্পাদক মনির আহমদ গত ৯ অক্টোবর রাত ৯টায় চন্দনাইশ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নাল্লিহে… রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি দাউদুল ইসলাম সম্পাদক নজরুল ইসলাম লিটন, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আবু তাহের সম্পাদক ওসমান গণি টিপু, হকার্স সমিতি ও হকার্স ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। গত ১০ অক্টোবর বাদ এ জুমা জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।












