চট্টগ্রাম জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়ার ফুটবলে বালক বিভাগে বাংলাদেশ নৌ–বাহিনী স্কুল এবং বালিকা বিভাগে রাউজান উপজেলার অগ্রসার বৌদ্ধ অনাথালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শনিবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে বন্দর থানা চ্যাম্পিয়ন দল নৌ–বাহিনী স্কুল টাইব্রেকারে ৩–২ গোলে সীতাকুণ্ড উপজেলা চ্যাম্পিয়ন ভাটিয়ারী তোবারক আলী স্কুলকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ছিল। টাইব্রেকারে জয়ী দলের গোলরক্ষক মাহিন প্রতিপক্ষের ২টি শট প্রতিহত এবং নিজেই এক গোল করে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করে। এর আগে একই মাঠে অনুষ্ঠিত বালিকা বিভাগের ফাইনালে অগ্রসার বৌদ্ধ অনাথালয় ১–০ গোলে হারায় মিরসরাই উপজেলার করেরহাট সরকারি বালিকা স্কুলকে। দলের হয়ে চুনিলা মারমা একমাত্র গোল করে, সেরা খেলোয়াড় বিবেচিত হয়। খেলা শেষে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ কর্ণেল মুজিবুল হক শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল আজিজের সভাপতিত্বে এবং নাসিরাবাদ সরকারি স্কুলের সিনিয়র শিক্ষক দেবাশীষ নন্দী ও জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মিথিলা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাগতিক কলেজের উপাধ্যক্ষ ছৈয়দ মো. নজরুল ইসলাম, সহকারি জেলা শিক্ষা অফিসার ছৈয়দ আব্দুল মান্নান ও কলেজের সহযোগী অধ্যাপক মো. মাহফুজুর রহমান।