বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর অনুষ্ঠিত হবে মাত্র পাঁচ দল নিয়ে এবং ছোট পরিসরে। চলবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। শনিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের (জিসি) সম্পাদক ইফতেখার রহমান মিঠু। তিনি জানান, আগামী বছর টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে সময়ের সীমাবদ্ধতার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বিপিএল ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আয়োজন করার। এবার সময় খুবই সীমিত। তাই পাঁচ দল নিয়েই টুর্নামেন্ট আয়োজন করতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করছি। ভবিষ্যতে দল সংখ্যা ছয় বা সাত হতে পারে, তবে আপাতত আমাদের অগ্রাধিকার এক মাসের মধ্যে পাঁচ দলের বিপিএল সফলভাবে আয়োজন করা।’
ফরচুন বরিশালের না থাকা প্রসঙ্গে ইফতেখার বলেন, ‘আমার অনুরোধ হলো, যদি তারা (ফরচুন বরিশাল) আসে, সেটা ভালো হবে। আমি কাউকে আসতে বাধ্য করতে পারি না। আমরা তাদের স্বাগত জানাই। তারা দলটি খুব ভালোভাবে পরিচালনা করেছে এবং তাদের বিরুদ্ধে আমাদের কখনো কোনো অভিযোগ ছিল না। তাই আমরা সবসময় চাই, তাদের মতো সুসংগঠিত দলগুলো অংশ নিক। আমার দৃষ্টিতে তারা যে পরিমাণ পরিশ্রম করেছে এবং বরিশালের যে সমর্থন গড়ে তুলেছে, সেটি বিবেচনা করলে আমার অনুরোধ থাকবে, তারা এলে ভালোই হয়।’