মেতে উঠি কবিতায় গান আর কথামালায় শীর্ষক সাহিত্যাসর

| রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৬:৪৭ পূর্বাহ্ণ

রাদিয়া প্রকাশন আয়োজিত ‘মেতে উঠি কবিতায় গান আর কথামালায়’ শীর্ষক সাহিত্যানুষ্ঠান গত ১০ অক্টোবর চট্টগ্রাম একাডেমিতে কবি দীপক বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অধ্যাপক গোফরান উদ্দীন টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি সাংবাদিক রাশেদ রউফ। এতে গান, কবিতা, কথামালায় অংশ নেন অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, অধ্যাপক আলেঙ আলীম, কথাশিল্পী নাসের রহমান, কবি সৈয়দা সেলিমা আক্তার, কবি সাহাব উদ্দিন হাসান বাবু, . মোশারফ হোসেন, গীতিকার ইসমাইল মানিক, অধ্যাপক আক্তার মোমেন, সৈয়দা শামসুননাহার, কবি পুলক চন্দ, কবি মর্জিনা আখতার, অমিত বড়ুয়া, মিজানুর রহমান শামীম, আকাশ আহমেদ, আখতারুল ইসলাম, শরণংকুর বড়ুয়া, ফারজানা রহমান শিমু, প্রিয়ংকা সরকার, ডা. কল্যাণ বড়ুয়া, কবি সৈয়দা করিমুননেসা, কবি সরওয়ার কামাল পাশা, মারজিয়া খানম সিদ্দিকা, জায়তুন নেসা জেবু, আসিফ ইকবাল, তসলিম খাঁ, মো. জামাল, আবৃত্তিশিল্পী রিনিক মুন, প্রতিমা দাশ, সিমলা চৌধুরী, তারিফা হায়দার, এনায়েত হোসেন পলাশ, সোমা মুৎসুদ্দী, রাজিউর রহমান বিতান, শিল্পী শিমলী দাশ, সৌরেন তালুকদার, হামিমা জামিল রুমা, হোসাইন মোস্তফা, সাইফুল্লাহ কায়সার, কবি হোসাইন আনোয়ার, আছমা চৌধুরী, আয়েশা সিদ্দিকা, কাজী সাইফুল আচফিয়া, মো. আবদুল নুর প্রমুখ। অনুষ্ঠানে কবি দম্পতি টিটুসেলিমা শুভেচ্ছা জানান কবি শিপ্রা দাশ, সিমলা চৌধুরী ও অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারীর মর্যাদা ও ক্ষমতায়নই হবে আগামীর বাংলাদেশের শক্তি
পরবর্তী নিবন্ধলায়ন্স চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি ও চিকিৎসকদের সমন্বয় সভা