গণায়ন নাট্য উৎসবে জুলিয়াস সিজার মঞ্চস্থ

| রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

গতকাল ১১ অক্টোবর সৃজনে সংগ্রামে মুক্তির অভিযাত্রায় গণায়ন এর ৫০ বছর শীর্ষক ‘গণায়ন নাট্য উৎসব ২০২৫’ এর দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। সন্ধ্যায় মুক্তমঞ্চে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ দলীয় নৃত্য পরিবেশন করে। শিল্পীবৃন্দকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন নাট্যজন দিব্যেন্দু উদাস। মিলনায়তনে ‘জুলিয়াস সিজার’ নাটকটি পরিবেশন করে গণায়ন নাট্য সমপ্রদায়। নাটকটি রচনা করেছেন উইলিয়াম শেক্সপিয়ার, নাটকটি অনুবাদ করেছেন ম সাইফুল আলম চৌধূরী, নির্দেশনা দিয়েছেন অসীম দাশ। আজ রোববার মুক্তমঞ্চে একক সঙ্গীত পরিবেশন করবেন ডা. লিপিকা নন্দী। মিলনায়তনে নান্দীমুখ অসীম দাশ নির্দেশিত ‘আমার আমি’ নাটকটি পরিবেশন করবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের সভা
পরবর্তী নিবন্ধকাতালগঞ্জ নব পণ্ডিতবিহারে কঠিন চীবর দানোৎসব