রাউজান উপজেলার পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে গত ১০ অক্টোবর কঠিন চীবর দান সম্পন্ন হয়। দিন ব্যাপি অনুষ্ঠান মালায় প্রথম পর্বে ছিলো পরলোক গত ভিক্ষুসংঘ ও দায়কদের নির্বান সুখ কামনায় সংঘদান , অষ্টপরিস্কার দান ও বিশ্বশান্তি কামনায় প্রার্থনা। রতন বড়ুয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সাবিতা নন্দ মহাথের ।
প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থ–উপকমিটির চেয়ারম্যান অরুনানন্দ মহাথের । স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি আনন্দ প্রসাদ বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন শিক্ষক রঞ্জন কুমার বড়ুয়া ।প্রধান ধর্মদেশক ছিলেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক সংঘানন্দ মহাথের। সদ্ধর্ম দেশনায় অংশগ্রহন করেন অধ্যক্ষ পূর্নানন্দ মহাথের,অধ্যক্ষ প্রজ্ঞানন্দ থের, অধ্যক্ষ দেবপ্রিয় ভিক্ষু। এরপর প্রজ্ঞানন্দ স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়। বিকেল মূল পর্ব কঠিন চীবর দান উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি সোবিতানন্দ মহাথের। রতন বড়ুয়া ও সুশীল বড়ুয়ার যৌথ সঞ্চালনায় ধর্মানুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন অধ্যক্ষ উ পঞ্ঞা চক্ক মহাথের।
বক্তব্য রাখেন অধ্যক্ষ বুদ্ধানন্দ থের। স্বাগত বক্তব্য রাখেন রুপতি রঞ্জন বড়ুয়া ও সাধারন সম্পাদকের বক্তব্য রাখেন পিকলু বড়ুয়া। ধর্মদেশনা করেন ধর্মপ্রিয় মহাথের, অধ্যক্ষ মহাপাঞঞা মহাথের , অধ্যক্ষ ধর্মদর্শন থের, উপাধ্যক্ষ শাসনানন্দ থের। পঞ্চশীল প্রার্থনা করেন সলিল বিকাশ বড়ুয়া। অনুষ্ঠানে শিক্ষার প্রসারের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শিক্ষক রঞ্জন কুমার বড়ুয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











