মা–ইলিশ রক্ষায় কর্ণফুলী নদীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৩ হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। মা–ইলিশ রক্ষায় কর্ণফুলী নদীর ইছানগর এলাকায় গত শনিবার রাতে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মাছ ধরার আর্টিসানাল বোট আটক করা হয়। কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেন।