কর্ণফুলী রেজিমেন্টের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন কর্ণফুলী এক্স–ক্যাডেট এসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সভা গত ১০ অক্টোবর কদম মোবারক মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন এসোসিয়েশনের সভাপতি মেজর (অব.) প্রফেসর ড. শওকতুল মেহের। উপস্থিত ছিলেন উপদেষ্টামণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট (অব.) ইলিয়াছ কামরু, সহসভাপতি ড. মহিউদ্দিন চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ ওবাদুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সজীব, কার্যকরী সদস্য এ কে এম মনজুরুল হক, গাজী লোকমান হাসান, সাংগঠনিক সম্পাদক জিয়াউল কাদের, গোলাম সরোয়ার চৌধুরী, রনি পাল, মুহাম্মদ মেহেবুব আলী, মো. রিয়াজুল হক, মো, তারেকুল ইসলাম, আবদুল আজিজ, নাসরিন আকতার, মো. ই্ব্রাহিম, শরফুদ্দীন জীবন, এমইএস কলেজ প্লাটুন ইনচার্য নুর ও ক্যাডেটবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।