মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের উন্নয়ন, রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের শান্তি বিনষ্ট করতে একটি গোষ্ঠী আজ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব রটিয়ে রাজনৈতিক, সাম্প্রদায়িক ও গোষ্ঠীগত সহিংসতার উসকানি দিচ্ছে। যা দেশের উন্নয়নের পথে বাধাগ্রস্তের পাশাপাশি বহির্বিশ্বেও আমাদের সুনাম ক্ষুণ্ন করছে।
যারা সমাজে সহিংসতা তৈরী করে দেশ ও জাতির ক্ষতি করে তাদের ব্যাপারে মহান আল্লাহ পবিত্র কোরআনের সুরা নিসার ৯২–৯৩ নং আয়াতে বলেন, ‘কোনো মুমিনকে হত্যা করা কোনো মুমিনের কাজ নয়, ইচ্ছাকৃত হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, সেখানে তার স্থায়ী নিবাস। তাকে অভিসম্পাত এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখা হবে’। মহানবী ( সাঃ) বলেন, ‘দুনিয়া ধ্বংস করে দেওয়ার চেয়েও আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ হলো মানুষ হত্যা’ (তিরমিজি –১৩৯৫)। সুতরাং আমাদের সকলকে প্রিয় মাতৃভূমির উন্নয়ন, স্থিতিশীলতা, নিরাপদ জীবন, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও বিশ্বে সভ্য জাতি হিসেবে তুলে ধরার জন্য সহিংসতা পরিহার করে ঐক্যবদ্ধ ভাবে দায়িত্বশীল আচরণ করতে হবে।
আবদুর রহিম
মতিয়ারপোল,
কমার্স কলেজ রোড।