বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর চবি প্রশাসন

চাকসু নির্বাচন

চবি প্রতিনিধি | রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। আগামী ১৫ অক্টোবর (বুধবার) অনুষ্ঠিতব্য এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকে ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমসহ দেশের বাইরে অবস্থানরত চবি সংশ্লিষ্টদের মাঝেও ব্যাপক আগ্রহ বিরাজ করছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র (আইডি কার্ড বা ব্যাংক রশিদ) সার্বক্ষণিক সঙ্গে রাখার অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি কেউ সন্দেহজনক বলে মনে হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালাতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘চাকসু নির্বাচন একটি ঐতিহাসিক ঘটনা। এ নির্বাচনকে ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টি না হয়, সেটি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। আমরা সবার সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, ৭ম চাকসু নির্বাচন নিয়ে পুরো ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ১৫ অক্টোবর সকাল নয়টা থেকে বিকাল ৪টা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধটেক্সি চুরি করতে খুন করা হয় সাজ্জাদকে
পরবর্তী নিবন্ধট্রাক চালকের ছুরিকাঘাতে ট্রাক চালক খুন