অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে যুক্ত হলো অত্যাধুনিক ল্যাপারোস্কোপি মেশিন

আরো নিখুঁতভাবে করা যাবে সার্জারি

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

নগরীর অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চট্টগ্রামের মধ্যে সর্বপ্রথম অত্যাধুনিক ল্যাপারোস্কোপি মেশিন যুক্ত হয়েছে। আল্ট্রা ডাইমেনশেনাল থ্রিডি সমৃদ্ধ ফোরকে ল্যাপারোস্কোপি মেশিনের মাধ্যমে আরো নিখুঁতভাবে সার্জারি করা যাবে।

গতকাল দুপুরে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে নতুন মেশিনের এই কার্যক্রম ফিতা কেটে উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ও হাসপাতালের চেয়ারম্যান ওয়াহিদ মালেক। তিনি বলেন, বিশ্বমানের সেবার অঙ্গীকার নিয়ে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের যে যাত্রা শুরু হয়েছিল, সে ধারাবাহিকতায় এবার আমরা অত্যাধুনিক ল্যাপারোস্কোপি মেশিন যুক্ত করেছি।

ভবিষ্যতে রোবোটিক সার্জারিও যুক্ত করবো। মোট কথা হচ্ছে, আমরা চাই চট্টগ্রামের মানুষ যাতে হাতের নাগালে সর্বোচ্চ সেবাটুকু পায়।

অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ও ল্যাপারোস্কোপিক সার্জন ডা. রেশমা সুলতানা বলেন, আল্ট্রা ডাইমেনশেনাল থ্রিডি সমৃদ্ধ ফোরকে ল্যাপারোস্কোপিতে আরো নিখুঁতভাবে সার্জারি করা যায়। এতে রোগীরা উপকৃত হবেন।

অনুষ্ঠানে আরো ছিলেন অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হেলাল উদ্দিন, ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফজলে আকবর চৌধুরী, গাইনি বিভাগের প্রফেসর ডা. সাহানারা চৌধুরী, ডা. দিল আনজিজ বেগম, আল ফাতাহ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ আনিসুজ্জামানসহ হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন ও অ্যানেস্থেসিওলজিস্টগণ এবং হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআইনের শাসন কাকে বলে এ নির্বাচনে দেখাতে চাই
পরবর্তী নিবন্ধক্যাম্পাসের সব সিসিটিভি সচলসহ নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ছাত্রশিবিরের