রাউজানের পাহাড়তলী এলাকায় বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ইভটিজারের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক তরুণ। স্থানীয় জনসাধারণ ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকালে নিজের বোনকে প্রাইভেট টিউটরের কাছে নিয়ে যাচ্ছিলেন পাহাড়তলী শেখ পাড়া গ্রামের জাফর আহমদের পুত্র ইসতিয়াক (১৮)। যাওয়ার পথে মোক্তার উদ্দিন নামে এক যুবক ওই ছাত্রীকে দেখে ইভটিজিং করতে শুরু করলে সঙ্গে থাকা ভাই ইসতিয়াক প্রতিবাদ করেন। দুজনের মধ্যে তর্কের এক পর্যায়ে ইভটিজার মোক্তার পকেট থেকে ছুরি বের করে ইসতিয়াককে ছুরিকাঘাত করেন। এ সময় এলাকার লোকজন ছুটে আসে। মোক্তার পালাতে না পেরে জনরোষের ভয়ে নিজেকে রক্ষায় পুলিশকে ফোন করে। ফোন পেয়ে চুয়েট ফাঁড়ি থেকে পুলিশ এসে এলাকাবাসীর হাত থেকে তাকে হেফাজতে নেয়। আহত ইসতিয়াককে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।
চুয়েট ফাঁড়ির ইনচার্জ এসআই মামুন বলেন, ভিকটিম হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছে। ইভটিজারকে পুলিশ আটক করেছে। ভিকটিম অথবা পরিবারের পক্ষে কেউ মামলা করলে তা গ্রহণ করা হবে।